
‘জ্বিন’ আতঙ্কে কারখানার ২২ শ্রমিক অসুস্থ
-
- - নিজস্ব -
- প্রতিবেদক --
- 3 July, 2021
সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় প্রায় ২২ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাবিব ক্লিনিক ও নারী শিশু স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে। শ্রমিকদের দাবি টয়লেট থেকে ফিরে এসে জ্বিন আতঙ্কে সবাই অসুস্থ হয়ে পড়ছেন।
শনিবার (৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার ডংলিওন কারখানায় এই ঘটনা ঘটে।
শ্রমিকরা জানায়, বেলা ১১টার দিকে এক শ্রমিক কারখানার একটি টয়লেটে যায়। সেখান থেকে ফিরে এসে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে আরও দুই শ্রমিক ওই টয়লেটে গেলে তারাও জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর একে একে ২২ জন অসুস্থ হয়ে পড়েছেন।
জানা যায়, গত রমজান মাস থেকে কারখানার ওই ফ্লোরে এই জ্বিন আতঙ্ক বিরাজ করছে। এর আগেও দুই-একজন এমন অসুস্থ হয়ে পড়েছিলেন।
কারখানার এডমিন ম্যানেজার রফিকুল ইসলাম জানান, কারখানায় যারা অসুস্থ হয়েছেন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রথম যিনি অসুস্থ হয়েছেন তার অবস্থা একটু খারাপ। ওই শ্রমিকের চিকিৎসা চলছে। বাকিরা সবাই আতঙ্কে বাসায় চলে গেছেন।