
ফিট হওয়ার যুদ্ধে নামলেন তামিম
-
- - বিডি ভয়েস -
- ডেস্ক --
- 25 July, 2021
হারারেতে সতীর্থরা খেলেছে টি-টোয়েন্টি সিরিজ। আর দেশের হয়ে টি-টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রাহক ঢাকায় নেমে পড়েছেন ফিট হয়ে ওঠার যুদ্ধে। আপাতত দেড় থেকে দু'মাস চলবে এভাবেই।
ইনজুরি থেকে সেরে উঠতে জিম্বাবুয়ে থেকে দেশে ফিরেই কাজ শুরু করেছেন তামিম ইকবাল। পুরোপুরি ফিট হতে ৬ থেকে ৮ সপ্তাহ সময় লাগবে তার। দুই ধাপে পুনর্বাসন প্রক্রিয়ায় অংশ নেবেন ওয়ানডে অধিনায়ক। প্রতি সপ্তাহে তার অবস্থা পর্যবেক্ষণ করবেন বিসিবি চিকিৎসক।
তামিম ইকবালের পুনর্বাসন প্রক্রিয়ার শুরুতে চলবে হালকা ব্যায়াম। এরপর ধীরে ধীরে বাড়বে মাত্রা। বিসিবি সূত্র জানিয়েছে এমনটা।
তাদের মতে, তামিমের কাজটাকে যদি দু'ভাগে ভাগ করা হয়, তাহলে প্রথম অংশে কম ইমপ্যাক্ট যুক্ত অ্যাক্টিভিটি দেয়া হয়েছে। অর্থাৎ কম রানিং, কম জাম্পিং। কিন্তু যতো সময় যাবে, আস্তে আস্তে ইমপ্যাক্ট বাড়তে থাকবে। ক্লোজড কাইনেটিক চেইনে এক্সারসাইজ করতে থাকবে। হাই ইমপ্যাক্ট অ্যাক্টিভিটি করতে থাকবে। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া।
তামিমকে ফিট করাতে বিসিবির ফিজিও ও ট্রেইনার একটা পরিকল্পনা করেছেন। সেটা তামিমের সঙ্গে আলোচনা করেছেন। তামিমকে এটা বুঝিয়ে বলা হয়েছে। সে অনুযায়ী সে এটা শুরু করাও হয়েছে বলেও বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
হাঁটুর ইনজুরি তামিমকে ভোগাচ্ছে অনেকটা সময়। সেজন্য ডিপিএলের সুপার লিগে ছিলেন বিশ্রামে। খেলতে পারেননি জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টেও। পুরো ওয়ানডে সিরিজে খেলেছেন ঝুঁকি নিয়ে। ছিটকে গেছেন ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে।
পরিকল্পনা অনুযায়ী ফিট হয়ে উঠলে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে আবারও মাঠে ফিরতে পারেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক।
বিসিবি সূত্র জানায়, একটা প্রটোকল তামিমকে দেয়া হয়েছে। সে অনুযায়ী পুনর্বাসন শুরু হয়ে গেছে। পুরো প্রক্রিয়া ৬-৮ সপ্তাহে শেষ হবে। প্রতি সপ্তাহেই অবস্থা পর্যবেক্ষণ করা হবে।
ইনজুরি আছে মোস্তাফিজেরও। জিম্বাবুয়েতে অনুশীলন ম্যাচে গোঁড়ালিতে চোট পেয়েছেন এই পেসার। তবে, সেরে উঠেছে মুশফিকুর রহিম, করছেন প্র্যাক্টিসও।
এদিকে, অনেকটা দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ইনজুরি ও ব্যক্তিগত কারণে এই সিরিজে নেই স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল ও প্যাট কামিন্সের মতো তারকারা।
এবার সে তালিকায় যোগ হলো আরও একটি বড় নাম। ইনজুরির কারণে ছিটকে গেছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হাঁটুর ইনজুরিতে পড়েন ফিঞ্চ। সিরিজের তৃতীয় ওয়ানডে না খেলেই অস্ট্রেলিয়ায় ফিরে যাবেন এই ওপেনার। সেখানে ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে সার্জারি করাবেন তিনি। অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফিট হতে পুনর্বাসনে থাকবেন ফিঞ্চ।
তবে তার অবর্তমানে বাংলাদেশ সফরে কে দলকে নেতৃত্ব দেবেন, তা এখনও জানায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সহ-অধিনায়ক ছিলেন ম্যাথিউ ওয়েড। আর ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে দলকে নেতৃত্ব দেবেন অ্যালেক্স ক্যারি।
টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসের শেষে বাংলাদেশ সফরে আসার কথা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। ৩ থেকে ৯ আগস্টের মধ্যে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা।