
দেড় দশক পর স্প্যানিশদের হারালো সুইডেন
-
- - বিডি ভয়েস -
- ডেস্ক --
- 3 September, 2021
২০২২ বিশ্বকাপ নিশ্চিতে কঠিন সমীকরণের দিকে এগিয়ে যাচ্ছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। বি গ্রুপের নিজেদের চতুর্থ ম্যাচে সুইডেনের কাছে ২-১ গোলে হেরেছে লা রোজারা।
সলনার ফ্রেন্ডস অ্যারেনায় শুরুতেই এগিয়ে যায় স্পেন। জাতীয় দলে নিজের অভিষেক ম্যাচে ৪ মিনিটেই মধ্যেই গোল করেন কার্লোস সোলার।
যদিও ১ মিনিট পার না হতেই সেই আনন্দ বিষাদে রুপ নেয়। দারুণ গোল করে সমতা আনেন অ্যালেনজান্ডার আইস্যাক।
এরপর এগিয়ে যেতে সুইডিশদের চেপে ধরে লুই এনরিকের দল। কিন্তু মোরাতা-তোরেসদের ব্যর্থতায় লিড নিতে পারেনি স্পেন। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ্ব।
দ্বিতীয়ার্ধ্বেও স্পেন লিড নেয়ার জন্য মরিয়া হয়ে খেলতে থাকে। কিন্তু তাদের আক্রমণগুলো সফলতার মুখ দেখছিলো না।
তবে সুইডেন ভুল করেনি। ৫৭ মিনিটে ভিক্টর ক্লাসোনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
ম্যাচে স্পষ্ট আধিপত্য নিয়ে খেলেও আর গোল করতে পারেনি। ফলে দেড় দশক পর স্প্যানিশদের হারায় সুইডেন। বিশ্বকাপ বাছাইপর্বে বি গ্রুপে তিন ম্যাচেই জয় নিয়ে শীর্ষে আছে সুইডেন।